মুম্বাই টু আসামঃ ক্যান্সার আক্রান্তদের সাহায্যে মানবিক শিলিগুড়ি

0
541

শিলিগুড়ি, ১৪মেঃ মুম্বাই টু আসাম। ক্যান্সার আক্রান্ত ৬২ জন রোগীকে নিয়ে বাড়ি ফেরার ইচ্ছেয় আড়াই হাজার কিলোমিটার বাসযাত্রায় সব মিলিয়ে শ’খানেক মানুষ। অন্যদিকে তাদের বাড়ি ফেরাতে শুধুমাত্র একটু সাহায্য করতে অপেক্ষায় গুটি কয়েক ‘মানবিক’ মানুষজন। রাতভর চলল অপেক্ষা। মনীষা ফাউন্ডেশন এবং স্কাই ওয়াচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পর্যাপ্ত ওষুধ, জল, খাওয়ার নিয়ে ফের এগিয়ে চললেন ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের পরিজনেরা।

মুম্বাই থেকে ছয়টি ভলভো বাসে আগত 62 জন ক্যান্সার রোগী ও 100 জন পরিবার সদস্য এবং ক্রু সহ সকলের জন্য ওষুধ , জল, রাতের খাবার ও ব্রেকফাস্ট এর ব্যবস্থা করল শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা মনীষা ফাউন্ডেশন। কাজের নেতৃত্ব দেন সাংবাদিক ও সমাজকর্মি এবং স্কাই ওয়াচার অ্যাসোসিয়েশনের দেবাশীষ সরকার এবং ফাউন্ডেশনের সদস্যরাও।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য দেবাশিষ সরকার জানান, ক্যান্সারের চিকিৎসায় বহু রোগী ও পরিজনেরা মুম্বাইতে গিয়ে আটকে ছিলেন। এই দলটিও মুম্বাইতে আটকে ছিল। দলে একাধীক ক্যান্সার আক্রান্ত ছিলেন। এর মধ্যে এক রোগীকে ম্যানুয়াল ভেন্টিলেটরে করে আনা হয়।ফলে জটিলতাও ছিল। প্রত্যেকেই অসমের বাসিন্দা। এরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।
ফাউন্ডেশনের সদস্য সজল নন্দী, প্রলয় চৌধুরী জানান, এই লকডাউনে আমরা মানবিক কারনেই অসহায় মানষগুলির পাশে দাড়াতে পেরেছি। ফুলবাড়িতে রাতের বেলায় প্রত্যেককে খাওয়ার ও ওষুধ দেওয়া হয়েছে। আপাতত, নিরাপদেই আসামে পৌছেছে দলটি।

বাসে আসা ক্যান্সার রোগী শৈলেন বোরা বলেন, শিলিগুড়ির দুই সংস্থা আমাদের জন্যে যা করেছে তা ভোলার নয়। আমরা অনুপ্রেরণা পেয়েছি, সাহস পেয়েছি শুধুমাত্র ওরা ছিলেন বলেই। দীর্ঘ যাত্রাপথে প্রতিমুহুর্তে যোগাযোগ রাখা, সামান্য অসুবিধাটুকুওখেয়াল রাখা সবই করেছেন ওরাই। রাত জেগে ভোররাত অবধি অপেক্ষায় থেকে ওরাই আমাদের খাওয়ার, পথ্য দিয়েছেন। ওদের স্যালুট জানাই। সত্যিই মানবিক শিলিগুড়ি।