বাড়তি ১০৫ টি ট্রেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে উদ্যোগী মমতা

0
177

ওয়েব ডেস্ক, ১৪ মেঃ পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে আরও ১০৫ টি ট্রেনের ব্যবস্থা করল রাজ্য সরকার। রেল মন্ত্রকের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বাড়তি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন শ্রমিকেরা। তাদের সকলকেই রাজ্যে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, থানে, পুনে, লখনউ, ইন্দোর, জলন্ধর, নয়ডা সহ বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনে পৌঁছবে ট্রেনগুলি। সেই সংক্রান্ত একটি বিশেষ তালিকাও তিনি ট্যুইট বার্তায় প্রকাশ করেছেন।

ভিন রাজ্যে আটকে পড়া সকলকে রাজ্যে ফিরিয়ে আনার বিষয়ে আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ট্যুইট বার্তায় সেই প্রতিশ্রুতি পূরণের কথাই স্পষ্ট করলেন তিনি। তিনি আগেই বলেছিলেন, একটু সময় দিতে হবে, সকলেই ফিরিয়ে আনা হবে রাজ্যে। সেই মোতাবেক এবার বাড়তি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হল।