ওয়েব ডেস্ক, ১৪ মেঃ কঠিন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড খানিক শক্তিশালী করতে এবার মাস মাইনের ৩০ শতাংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে, বছর বছর ৩০ শতাংশ বেতন কম নেবেন তিনি।
রাষ্ট্রপতি নিজেই এই নির্দেশ দিয়েছেন। তবে শুধু বেতনের হার কমিয়ে আনেননি। একইসঙ্গে কাট-ছাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভ্রমণ ও আনুষ্ঠানিক খরচেও। রাষ্ট্রপতি ভবনের তরফে জারি হওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতকে আত্মনির্ভর করতে এবং মহামারীর চ্যালেঞ্জের বিরুদ্ধে খুব ছোট হলেও গুরুত্বপূর্ণ অবদান রাষ্ট্রপতির।
কোরোনা মোকাবিলায় ইতিপূর্বে এক মাসের বেতন অনুদান হিসেবে PM Care তহবিলে দান করেছেন রাষ্ট্রপতি। এবার বেতন কমানোর সিদ্ধান্ত নিলেন।