ওয়েব ডেস্কঃ রাজ্যে ধেয়ে আসছে আমফান। ঘূর্ণিঝড়ের প্রকোপ নিয়ে রাজ্যের কৃষকদের আগেভাগেই সর্তক করল রাজ্যের কৃষি দপ্তর । কৃষিজাত পণ্য রক্ষা করতে রাজ্যের কৃষকরা কী কী পদক্ষেপ নেবেন তাও স্পষ্টভাবে জানিয়ে দিল সংশ্লিষ্ট দপ্তর। 19 মে’র আগে যেনতেন প্রকারে সমস্ত রকম সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া শেষ করার কথা বলা হয়েছে কৃষি দপ্তরের দেওয়া বিশেষ নির্দেশিকায়।
জানা গিয়েছে রাজ্যের বেশ কিছু জেলাসহ শিলিগুড়ির খুব কাছ দিয়ে যাবে ওই ঘূর্নিঝড়। কলকাতাসহ দক্ষিনবঙ্গে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৫০কিলোমিটার। উত্তরবঙ্গে গতিবেগ হতে পারে ঘন্টায় ৮০ কিলোমিটার। রাজ্যে ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে এর জেরে। আগামী ২০ মে রাজ্যে ধেয়ে আসবে আমফান। উত্তরবঙ্গে এসে পৌছাবে পরদিন। গতিবেগ কিছুটা দুর্বল হয়ে গড়ে ৮০ কিলোমিটার বেগে পার হতে পারে আমফান।