আসামে পজিটিভ রিপোর্ট এলেও মাটিগাড়ার বাসিন্দার সোয়াব টেস্ট নেগেটিভ শিলিগুড়িতে

0
3798

শিলিগুড়ি, ২২মেঃ মাটিগাড়ার যে বাসিন্দার সোয়াব টেস্ট আসামে পজিটিভ এসেছিল, সেই ব্যক্তির সোয়াবের নমুনা ফের শিলিগুড়িতে পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, সম্প্রতি মাটিগাড়ার পতিরামজোতের ওই ব্যক্তি আসামে গিয়ে সোয়াব টেস্ট করান। পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি ফের শিলিগুড়িতে চলেও আসেন। এরপর সেখানে টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় তা এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জানানো হতেই গতকাল রাতে তাকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। সংগ্রহ করা হয় সোয়াব বা লালারসের নমুনা। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান এমনটা হতেই পারে। যে সময়ে আসামে ওই ব্যক্তির টেস্ট হয়েছিল তখন তিনি পসিটিভ থাকলেও তার পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে আসার মাঝে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই সময়কালে নিজের দেহের প্রতিরোধ ক্ষমতার কারনেই কোরোনা মুক্ত হয়ে গিয়েছেন ওই ব্যক্তি। তবে তাকে এখনই না ছেড়ে দিয়ে আমরা দ্বিতীয় বার তার সোয়াব পরীক্ষা করাবো। সেই টেস্টেও রিপোর্ট নেগেটিভ এলে তাকে ছুটি দেওয়া হবে।

অন্য এক স্বাস্থ্য আধিকারিক জানান, আসাম থেকে ফেরার পর কিছু সমস্যায় তিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও হন। সে সময়ে চিকিৎসার জেরেই তার শরীর প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়ে কোরোনা মুক্ত হয়ে থাকতে পারেন তিনি। তবে যে সময়ে আমাদের হাতে রিপোর্ট আসে তখন তিনি মেডিকেলেই ভর্তি ছিলেন। তাই পুনরায় টেস্টের আগেই তাকে দ্রুত কোভিড হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। ফের টেস্ট করা হয়। যদিও আপাতত সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।