কলকাতা, 23 মে : আমফানে বিধ্বস্ত রাজ্য়ের উপকূলবর্তী জেলাগুলি । বিদ্যুৎ পরিষেবা নেই, পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে, গাছ পড়ে অনেক জায়গায় বন্ধ সড়কপথ । পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত জেলা প্রশাসন । এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া মানুষজন এলে তাঁদের জন্য যথাযথ ব্যবস্থা করতে পারবেন না প্রশাসনিক আধিকারিকরা । তাই রাজ্যে 26 মে পর্যন্ত স্পেশাল ট্রেন পাঠাবেন না । এই আবেদন জানিয়ে রেল বোর্ডে চিঠি দিল রাজ্য ।‘
রেল বোর্ডের চেয়ারম্যানকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা লেখেন, “আপনারা জানেন 20 ও 21 মে রাজ্যে সুপার সাইক্লোন আছড়ে পড়ায় ব্যাপক ক্ষতক্ষতি হয়েছে বিভিন্ন জেলায় । সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিক সেই পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত । তাই আগামী কয়েকদিন স্পেশাল ট্রেন রাজ্যে এলে মানুষজনের যথাযথ ব্যবস্থা করা যাবে না । তাই আমি আবেদন জানাচ্ছি, 26 মে পর্যন্ত রাজ্যে কোনও স্পেশাল ট্রেন পাঠাবেন না ।”