ওয়েব ডেস্কঃ আগামী ৩০ জুন অবধি যেসব এলাকায় কনটেনমেন্ট জোন আছে সেখানে লকডাউন চলবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাতে জারী থাকবে কার্ফু। কন্টেনমেন্ট জোনে লকডাউন মানতেই হবে। এবারের লকডাউন কার্যকর হবে শুধু কনটেইনমেন্ট জ়োনে । তবে কনটেইনমেন্ট জ়োনের বাইরেও খুলছে না স্কুল, কলেজ।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলবে হোটেল রেস্তরা। এই পর্যায়কে বলা হয়েছে আনলক ১। এভাবে ধীরেধীরে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে লকডাউন। জোনের ভিত্তিতে আপাতত রেডজোনে কনটেইনমেন্ট জোনে লকডাউন চলবে।